ঢাকারবিবার , ২৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৯, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচং থানা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া সুফি মিয়া (৩৫) দৌলতপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের ছন্দু মিয়ার পুত্র।

রবিবার (২৯ জানুয়ারী) ভোররাত আড়াইটায় পুলিশ তাকে নিজবাড়ী থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুফি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো।

শনিবার দিবাগত রাতে সে নিজবাড়ীতে অবস্থান করার কথা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় বানিয়াচং থানা পুলিশ।

এ খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র নির্দেশে এসআই (নিঃ) সবুজ কুমার নাইডু একদল পুলিশ নিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত এ আসামীকে ধরতে গভীররাতে সেখানে অভিযান চালাতে যান।

অবশেষে আসামী সুফিকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Developed By The IT-Zone