বানিয়াচঙ্গে মাদক ব্যবসায়ী এখলাছ গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 1 April 2023

বানিয়াচঙ্গে মাদক ব্যবসায়ী এখলাছ গ্রেফতার

Link Copied!

বানিয়াচঙ্গে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এখলাছকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সে মীর মহল্লা গ্রামের মৃত আঃ রহিম মিয়ার পুত্র।

শুক্রবার (৩১মার্চ) রাতে ২৯ পিস ইয়াবাসহ আদর্শবাজার-বাবুরবাজার সড়কের বাঁশহাটা সংলগ্ন আরজু মিয়ার চাউলের দোকানের পিছন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র নির্দেশে এসআই সন্তোষ চৌধুরী ও এসআই স্বপন চন্দ্র সরকার একদল পুলিশ নিয়ে ওইদিন উল্লেখিত স্থানে রাত প্রায় ৮টার দিকে অভিযান চালিয়ে মাদকসহ এখলাছকে হাতেনাতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত এখলাছের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়