বানিয়াচঙ্গে মাদকাসক্ত মানিকের ভ্রাম্যমান আদালত ৬'মাসের কারাদণ্ড - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে মাদকাসক্ত মানিকের ভ্রাম্যমান আদালত ৬’মাসের কারাদণ্ড

Link Copied!

 

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচঙ্গের মানিক মিয়া (২০) নামের এক মাদকাসক্ত’কে ৬’মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মানিক উপজেলার ১২’নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামের মৃত মহরম আলীর পুত্র।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬’টার দিকে বানিয়াচঙ্গের ইকরাম বাজারে সহকারি কমিশনার (ভুমি) ইফফাত আরা জামান উর্মির ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন।

 

                                          ছবি: মাদকাসক্ত মানিক

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মানিককে গ্রেফতার করে পুলিশ। মামলায় তার ৬’মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। মাদকাসক্ত মানিকের বিরুদ্ধে তার মা নিজে সাক্ষী প্রদান করেন বলে জানান ওসি এমরান হোসেন।