বানিয়াচংয়ে মাকালকান্দি গনহত্যায় নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও শোকসভা অনুষ্টিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 18 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে মাকালকান্দি গনহত্যায় নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও শোকসভা অনুষ্টিত

অনলাইন এডিটর
August 18, 2020 5:15 pm
Link Copied!

বানিয়াচঙ্গে মাকালকান্দি গনহত্যা উপলক্ষ্যে শ্রদ্ধান্জলি ও শোকসভা অনুষ্টিত

 

শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গনহত্যায় নিহতদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি ও শোকসভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউ/পি’র মাকালকান্দি গ্রামে ১৯৭১ সালের গনহত্যা উপলক্ষ্যে গ্রামবাসীর আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে এই শ্রদ্ধান্জলি ও শোক সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ এড.আব্দুল মজিদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল খালেক, উপজেলা আওয়ামালীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান-আবুল কাশেম চৌধুরী।

এ সময় এড.আব্দুল মজিদ খাঁন এমপি বলেন,১৯৭১ সালে ১৮ আগস্ট বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে গনহত্যায় নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।শোকের মাস আগস্ট।এই আগস্ট মাস আসলে আমরা মর্মাহত হয়ে যাই।কিন্তু আমাদের ভেঙ্গে পরলে চলবে না।এই শোক’কে শক্তিতে পরিণত করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা গনহত্যায় নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৯ সালের পর প্রতি বছর আসি ভবিষ্যতেও আসবো।আমরা শহীদদের স্মরণে এই পুরনো স্মৃতি সৌধ ভেঙ্গে নতুন একটি স্মৃতি সৌধ তৈরি করবো। এছাড়াও নতুন স্মৃতিসৌধ টি বিদ্যালয়ের পাশে এবং বিদ্যালয়ে শহীদদের স্মরনে একটি সভাকক্ষ তৈরি করার প্রস্তাব দেন।

তাছাড়াও এসময় এক মিনিট নীরবতা পালন ও শিশুদের মধ্য শিশু খাদ্য বিতরন করা হয়।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যা হাসিনা আক্তার,উপজেলা আওয়ামালীগ নেতা নজরুল ইসলাম,সাকিব সাব্বির,হাবিবুর রহমান, ৬নং ইউপি চেয়ারম্যান এরশাদ, ও স্থানীয় নেতৃবৃন্দ।