তারেক হাবিব : বানিয়াচং উপজেলার সবদেবটুলা গ্রামে মধ্য রাতে
জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এক কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ
করেছে সুমন মিয়া (২২) নামে এক যুবক। সুমন উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল আহাদের পুত্র।
গত বুধবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ধর্ষিতা ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্তক্ত্য করে আসছিল বখাটে সুমন। এক পর্যায়ে তার ভয়ে স্কুলে যাতায়াতও বন্ধ করে দেয় কিশোরী। ঘটনার দিন মধ্য রাতে সবাই ঘুমিয়ে পড়লে ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে গামছা দিয়ে মুখ বেধেঁ জোর পূর্বক ধর্ষণ করে সুমন। পরে কিশোরীর শোর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে সুমনকে সারারাত আটক রাখার পর মুরব্বীদের মাধ্যমে নিষ্পত্তির আশ্বাসে সকাল বেলা ছেড়ে দেয়া হয়।
কিন্তু ছাড়া পাবার পর কোন সমাধান না করে উল্টো ধর্ষিতার পরিবারকে হুমকি-ধমকির অভিযোগও উঠেছে ধর্ষক সুমনের বিরুদ্ধে। এদিকে, ধর্ষিতার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন জানান, ঘটনাটি শুনেছি, তবে মেয়েটির সাথে ছেলেটির দীর্ঘ দিনের প্রেমের সর্ম্পকের তথ্য আছে। এরা এদের মধ্যে প্রায়ই দেখা-সাক্ষাত হতো। বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখে আইন-আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।