বানিয়াচঙ্গে মঙ্গল আলোয় ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 25 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে মঙ্গল আলোয় ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

অনলাইন এডিটর
August 25, 2020 12:07 am
Link Copied!

ছবি: ত্রাণ বিতরণ করছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

 

স্টাফ রিপোর্টার : “আলোকিত করি পৃথিবী” এই শ্লোগানকে সামন রেখে বানিয়াচঙ্গে বন্যার্তদের জন্য মানবিক সহায়তা প্রদান (ত্রাণ) করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকাল ৫’টায় বানিয়াচং উপজেলার ১০’নং সুবিদপুর ইউনিয়নের ৫০’জন বন্যার্ত পরিবারের সদস্যদের মাঝে এই ত্রাণ সামগ্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে বিতরণ করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরী।

ত্রান সামগ্রীর মধ্যে প্রতি ব্যাগে রয়েছে, ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ পিচ মিনি প্যাক ডেটল সাবান, ৫’পিচ খাবার স্যালাইন, ৫০০ গ্রাম পেয়াজ, ৫০০ গ্রাম চিনি।

 

ছবি: ত্রাণ বিতরণ করছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অফিস ব্যবস্থাপক গৌতম দাস, ইউপি সদস্য প্রদীপ কুমার দাস।

 

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অফিস ব্যবস্থাপক গৌতম দাস, সাংবাদিক তানজিল হাসান সাগর, ফটো সাংবাদিক রুপক দাস, ইউপি সদস্য প্রদীপ কুমার দাস, সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উজ্জ্বল দাস চীনুসহ নানা শ্রেণিপেশার মানুষ।

ছবি: ত্রাণ নিয়ে বন্যার্ত পরিবারের সদস্যরা।

 

উল্লেখ্য, মঙ্গল আলোয় ফাউন্ডেশন একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলার বন্যার্তদের মাঝে দীর্ঘদিন ধরে মানবিক সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় হবিগঞ্জ বানিয়াচঙ্গে বন্যার্তদের মাঝে এই ত্রান বিতরণ করা হয়।

এ সম্পর্কে মঙ্গল আলোয় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা (বর্তমানে ইরাকে অবস্থানরত) নার্গিস সুলতানা জানান, আমরা বর্তমান কোভিড-১৯ ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমাজে অসহায়, নিম্ন মধ্যবিত্ত, পরিবারকে বিভিন্ন জেলায় সহযোগিতা করছি এবং আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সহকারী প্রতিষ্ঠাতা মুহাম্মদ জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, সমাজের গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা এই সংগঠন করেছি ইনশাল্লাহ আমরা সারাদেশে আমাদের কার্যক্রম দিন দিন বৃদ্ধি করবো।