বানিয়াচঙ্গে ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 14 December 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

অনলাইন এডিটর
December 14, 2020 12:48 pm
Link Copied!

ছবি: পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

 

শেখ সজীব হাসান, বানিয়াচং : বানিয়াচং উপজেলায় ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১’টায় বানিয়াচং উপজেলার ৪নং ইউনিয়নের বুরুজপাড়ায় ও ২নং ইউনিয়নের রগু চৌধুরী পাড়ায় ভূমিহীনেদর জন্য গৃহ নির্মাণের কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোজ-খবর নেন এবং গৃহ নির্মাণে দিক-নির্দেশনা দেন। এছাড়াও বর্তমানে ভূমিহীনদের জন্য ৫৫’টি গৃহ নির্মাণের কাজ শেষ হলে বানিয়াচং উপজেলায় আরও ৫০ টি গৃহনির্মাণের বরাদ্দ দেন।

এসময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার ভূমি ইফফাত আরা জামান উর্মি,পি আই মলয় দাস, এফ আর রুবেল প্রমুখ।