শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার একটি হাওড় বেষ্টিত এলাকা। অসংখ্য খাল-বিলে ভরপুর এই ভাটি এলাকাটি। বর্তমানে বর্ষা মৌসুমে শুরু হয়েছে নতুন পানির আগমন। এমন সময় চারদিকে চলছে বেলা জালে মাছ ধরার হিড়িক।
আজ (১১ জুলাই) বানিয়াচঙ্গের দেশমূখ্য পাড়া ব্রীজের পাশে খালের মধ্যে দেখা যায় বেলা জালে ছোট-বড় সবার মাঝে মাছ ধরার হিড়িক। তাছাড়া এই মাছ ধরার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন প্রায় অর্ধ-শতাধিক মানুষ এইখানে জড়ো হন।
এমন সময় মাছ ধরতে আসা স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা “দৈনিক আমার হবিগঞ্জ”কে বলেন, এই বর্ষা মৌসুমে নতুন পানির মধ্যে বেলা জালে মাছ ধরতে বেশ উপভোগ্য লাগে। খাল-বিলের এই ছোট মাছ খেতে খুবই সুস্বাদু। তাছাড়া, এই খাল-বিলের সতেজ ছোট মাছগুলো সচরাচর বাজারে কিনতে পাওয়া যায় না। সেজন্য প্রতিদিন মাছ ধরতে আসি।