
ছবিঃ নিহত লায়েছ মিয়া, ফটো-তারেক হাবিব।
তারেক হাবিব, হবিগঞ্জ।। বানিয়াচঙ্গের সাহেরপুরে লায়েছ মিয়া (৩৫) নামে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মারা গেছে। ২১ মার্চ শনিবার সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফুল মিয়ার পুত্র।
জানা যায়, সকালে লায়েছ তার পার্শ্ববর্তী একটি বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গেলে অসাবধানতা বশতঃ বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুর রহিম লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।