বানিয়াচঙ্গে বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত

Link Copied!

 

 

ইমদাদুল হক মাসুম, বানিয়াচং : অদ্য ১৭/০৭/২০২০ ইং বানিয়াচং থানার ৮’নং-বিট “৮নং খাগাউড়া ইউনিয়ন” এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় “জনতাই পুলিশ, পুলিশই জনতা” এই স্লোগানকে সামনে রেখে প্রধান অথিতি শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) উপস্থিতিতে বানিয়াচং থানা বিট পুলিশিং এর প্রধান সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমরান হোসেন।

৮’নং ইউনিয়নের চেয়ারম্যান জনাব শাহ আরিফিন সেলিমের সভাপতিত্বে উক্ত সভায় বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রনেতৃবৃন্দ, কৃষক,ব্যবসায়ী এবং ৮’নং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ছবি: বিট পুলিশিং সভা ও শিশুদের হাতে উপহার” জেলা পুলিশ, হবিগঞ্জ” লেখা খাতা

 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম এবং বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ৮’নং বিট এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকদের বক্তব্য শোনেন এবং মাদক, দাঙ্গা ও অপরাধ মুক্ত বিট গঠনের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। শিশুদের শিক্ষার দিকে উৎসাহ করতে জেলা পুলিশ, হবিগঞ্জ লেখা খাতা উপহার দেন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, আমরা আপনাদেরকে সুন্দর একটা বানিয়াচং উপহার দিতে চাই। যেখানে থাকবে না কোন দাঙ্গা-হাঙ্গামা, থাকবে মানুষে মানুষে ভালবাসা। এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হবিগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্য। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ রইল।