শেখ সজীব হাসান, বানিয়াচং: বানিয়াচঙ্গে গত কিছু দিনের বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সফলতার সাথে মোকাবেলা করছে বানিয়াচং উপজেলা প্রশাসন। যদি বানিয়াচঙ্গের কোথাও বন্যা হয় সেক্ষেত্রে, সেই পরিস্থিতি মোকাবেলায়ও প্রস্তুত রয়েছে বানিয়াচং উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলার চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরীর সাথে কথা হলে তিনি “দৈনিক আমার হবিগন্জ’কে বলেন, বানিয়াচং উপজেলা এখন বন্যার মাঝামাঝিতে অবস্থান করছে। বানিয়াচং উপজেলা বন্যা কবলিত হলে আমাদের উপজেলার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।আমাদের বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ আছে।তাছাড়া কোনো এলাকা প্লাবিত হলে তাদের বাসস্থানের জন্য আশ্রয় কেন্দ্রগুলোও প্রস্তুত রেখেছি। আমরা ইতিমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থা করার জন্য পানি বিশুদ্ধ করন ট্যাবলেট পাঠিয়েছি।
তাছাড়াও, বর্তমানে বানিয়াচঙ্গে এখন পর্যন্ত সব জায়গায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দু’একটা জায়গায় পানি বেশি বাড়লেও এখনও প্লাবিত হয়নি, যদি আরও দেড় থেকে দুই ফুট পানি বৃদ্ধি পায় তাহলে বন্যা দেখা দিতে পারে। আমরা প্রতিনিয়ত ঐসব জায়গার খোজ-খবর রাখছি। আশা করছি আল্লাহ সহায় থাকলে আমরা সব ধরনের প্রাকৃতিক বিপর্যয় কাঠিয়ে উঠবো।