বানিয়াচঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন ইউএনও মাসুদ রানা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 15 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন ইউএনও মাসুদ রানা।

Link Copied!

 

 

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বাড়ছে পানি। এতে করে বন্যা হওয়ার সম্ভাব্য এলাকা সার্বক্ষণিক খোজ-খবর রাখছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

আজ ১৪ জুলাই, বানিয়াচং উপজেলার ৫নং ইউ/পি দৌলতপুর হাওড় পরিদর্শন করেন ইউএনও মাসুদ রানা। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, দুই-একটি জায়গায় কিছু সমস্যা হলেও স্থানীয় জন-সাধারণের তৎপরতায় এখন পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। অত্র ইউনিয়নের বন্যা পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয় জনগনের ভাষ্যমতে, বন্যার পানি এখন ধীরে ধীরে কমে আসছে। আল্লাহ একমাত্র হেফাজতের মালিক। যে কোন দূর্যোগ থেকে যেন আল্লাহ বানিয়াচং তথা পুরো দেশকে হেফাজতে রাখেন সেজন্য সবার কাছে দোয়ার দরখাস্ত করেন।

উক্ত সময়ে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, ৫নং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান ও স্থানীয় অনেক নেতৃবৃন্দ।