বানিয়াচঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন আবুল কাশেম চৌধুরী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন আবুল কাশেম চৌধুরী

Link Copied!

 

শেখ সজীব হাসান ,বানিয়াচং : বানিয়াচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ বিতরন করা হয়েছে।

আজ ২৬ জুলাই রবিবার বানিয়াচং উপজেলার ১১ নং মক্রমপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র, হতদরিদ্র, দিনমজুরদের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ভিজিএফের চাল বিতরণ করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরী।

মক্রমপুর ইউনিয়নে মোট ১২৩৪’জনের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয় হয়।

 

ছবি: ভিজিএফ’র চাল বিতরণ করেন চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

 

ত্রাণ বিতরণের সময় বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, বর্তমানে করোনা ও বন্যা বিপর্যয়ে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। আমরা করোনাকালীন শুরু থেকে বানিয়াচঙ্গের প্রতিটি ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছিলাম যা এখন পর্যন্তও অব্যাহত আছে। দূর্যোগ কাটিয়ে উঠার আগে পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, ১১নং মক্রমপুর ইউ/পি চেয়ারম্যান আহাদ মিয়া, সব ইউ/পি সদস্য সহ স্থানীয় নেতৃবৃন্দ।