শেখ সজীব হাসান : বানিয়াচং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা উনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র, হতদরিদ্র, দিনমজুরদের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান।
ত্রাণ বিতরণের সময় এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জন প্রতিনিধি হিসেবে আমি, উপজেলা চেয়ারম্যান ও সরকারের প্রতিনিধি ইউএনও সহ সবাই আপনাদের পাশে থাকবো। যে কোন প্রাকৃতিক দূর্যোগে কাউকে না খেয়ে থাকতে হবে না। আমাদের জেলা প্রশাসক কামরুল হাসানও ত্রাণ বিতরণে খুবই আন্তরিক। তিনি আমাকে বলেছেন, সরকারের ত্রাণের ক্ষেত্রে কোন সমস্যা হবে না।
সাংসদ অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান আরও বলেন, পাহাড়ি বা হাওর এলাকা বা দেশের উঁচু জায়গায় বন্যার পানি ধীরে ধীরে নিচু এলাকায় নেমে আসবে যার ফলে দেশের নিম্ন ব্যাপক বন্যার সৃষ্টি হতে পারে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে বন্যায় মানুষের ক্ষতি না হয়। তাছাড়াও সরকারের পাশাপাশি বিত্তবানদের বন্যায় দূর্গতদের পাশে দাড়ানোর আহ্বান জানান।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান এরশাদ সহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।