এস কে রাজ, বানিয়াচং : বানিয়াচং উপজেলায় ব্যক্তিগত পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
সোমবার (২৭ জুলাই) বানিয়াচং উপজেলায় বন্যায় কবলিত, ৯নং ইউনিয়নের কবিরপুর,কাঁঠালিয়া, ধানকুড়া, নিয়ামত পুর, ১০নং সুবিদপুর ইউনিয়নের নোয়াগাও, প্রতাপপুর মশাকলী, নতুন নোয়াগাও, ১৩ নং ইউনিয়নের সুনামপুর সহ বিভিন্ন গ্রামে অসহায়, দরিদ্র, হতদরিদ্র, দিনমজুর মানুষের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় ২০০’পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরন করা হয়।
এ সময় আবুল কাশেম চৌধুরী বলেন, বানিয়াচং উপজেলার কয়েকটি ইউনিয়নের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি।ইনশাল্লাহ, আরও যে গুলো আশ্রয় কেন্দ্রে অসহায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ আশ্রয় নিয়েছে তাদের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ দিয়ে যাব, আমি তাদের পাশে আছি, পাশে থাকব।