বানিয়াচঙ্গে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 20 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী

অনলাইন এডিটর
August 20, 2020 8:15 pm
Link Copied!

ছবি: বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী।

 

শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউ/পি’তে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামীলীগ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জের মাননীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মজিদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচী ও আলোচনা সভায় আব্দুল মজিদ খাঁন বলেন, “মুজিব বর্ষের আহ্বান একটি করে গাছ লাগান” এই শ্লোগান কে সামনে রেখে মাননীয় নেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করার আহ্বান জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ বানিয়াচং উপজেলার প্রতিটি ইউ/পি’র মতো ৯নং পুকড়া ইউ/পি’তে এই কর্মসূচী পালন করা হয়েছে। এই জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পুরো বছর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউ/পি পরিষদের সদস্য সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।