শিশির, বানিয়াচং : বানিয়াচং ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদের বন্যায় ক্ষতি গ্রস্তদের মাঝে প্রবাসী হুমায়ুন কবির চৌধুরীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন বানিয়াচং উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ৬ নং কাগাপাশা ইউনিয়ন এর জনতা উচ্চ বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে এই উপহার বিতরন করেন তিনি। এসময় তিনি প্রত্যেককে চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, পেয়াজ ইত্যাদি বিতরণ করেন।
এসময় আবুল কাশেম চৌধুরী বলেন, আপনারা সবাই জানেন প্রানঘাতি করোনা ভাইরাসের কারনে অসহায় হয়ে পড়েছেন অনেক দরিদ্র শ্রমজীবী মানুষ। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আমরা প্রতিনিয়তই ছুটে চলেছি সেই অসহায় দরিদ্র মানুষের পিছনে।
তিনি আরও বলেন আপনারা সবাই জানেন আমাদের ভাটি বাংলার প্রান পুরুষ জননেতা এডভোকেট আব্দুল মজিদ খান এমপি সাহেব সব সময় অসহয় দের জন্য কাজ করে যাচ্ছেন। তার সাথে ছুটে চলেছি আমরা৷ তিনি আরও বলেন শুধু আমরা করলে চলবে না দেশের এই ক্লান্তিলগ্নে সমাজের বিত্তশালীদের ও এগিয়ে আসা দরকার। তাই আমি অনুরোধ জানাব প্রবাসী হুমায়ুন কবির চৌধুরীর যেভাবে এই অসহায়দের পাশে এসে দাড়িয়েছেন আপনারাও এসে দাড়ান। তাহলেই আমরা একদিন আলোর পথ দেখতে পারব ইনশাআল্লাহ। তাই তিনি বলেন আপনারা পবিত্র ঈদুল আজহার আনন্দ ভোগ করুন। কিন্তু নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করুন। আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা স্বাস্থ্য বিধি মেনে ঈদ উৎযাপন করুন।