বানিয়াচঙ্গে প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করলেন সাংসদ আব্দুল মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 27 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করলেন সাংসদ আব্দুল মজিদ খান

অনলাইন এডিটর
August 27, 2020 3:04 pm
Link Copied!

ছবি: প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করছেন আব্দুল মজিদ খান এমপি ও চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

 

শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় “ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া আক্রান্ত ৬০ জন রোগীর মাঝে এককালীন ৫০,০০০ হাজার টাকা করে মোট ত্রিশ লক্ষ টাকা আর্থিক সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রদানের পরিচালনায় এই কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, হবিগঞ্জ-২ আসনের সাংসদ এড.আব্দুল মজিদ খান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান বলেন, শোকের মাস আগস্ট। এই আগস্ট মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা হয়েছিলো। জননেত্রী শেখ হাসিনা কে হত্যার চেষ্টা করলেও তারা হত্যা করতে পারে নি। এই আগস্ট মাসেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। এই কার্যক্রম পরবর্তীতেও অব্যাহত থাকবে। এছাড়াও উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আগস্ট মাসের অনুভূতি বুঝানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, আপনারা এই টাকাটা প্রতিবন্ধীদের চিকিৎসার কাজে লাগাবেন। এছাড়াও যে সকল প্রতিবন্ধীরা এই সহায়তা পাননি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পরবর্তীতে সহায়তা দেওয়ার ব্যবস্থা করব।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ হাসিবুল ইসলাম সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।