বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে ৯৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধবংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৪ টার দিকে উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে অভিযান চালিয়ে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
ইউএনও মাসুদ রানা বলেন, গ্যানিংগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে ৯৬ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, বানিয়াচঙ্গের হাওর হবে দেশীয় মাছের অভয়ারণ্য এবং এই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মাসুদ রানা।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন এবং বানিয়াচং থানার এসআই গৌতম সরকারসহ থানার কতিপয় পুলিশ সদস্য।