তাপস হোম : বানিয়াচঙ্গে পুকুর হতে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। সুত্র জানায়,মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার সুজাতপুর গ্রামের স্হানীয় একটি পুকুরে বৃদ্ধা মহিলার মৃতদেহ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বৃদ্ধা আখিয়া বেগম(৮০) উপজেলার ১২ নং সুজাতপুর ইউনিয়নের সুজাতপুর গ্রামের মোঃ মস্তু মিয়ার স্ত্রী।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার হবিগঞ্জকে বলেন,লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।