বানিয়াচঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রজেক্টের থিসিস ও সার্ভে অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 10 June 2024
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রজেক্টের থিসিস ও সার্ভে অনুষ্ঠিত

Link Copied!

বানিয়াচঙ্গে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’-এর থিসিস ও সার্ভে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ জুন) ক্রিশ্চিয়ান এইড’র পক্ষ থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ থিসিস ও সার্ভে কাজ করেন।

তারা প্রথমে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি)-এর সাথে মতবিনিময় সভা করেন। পরে চারটি দলে বিভক্ত হয়ে উপজেলা সদরের চারটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সরেজমিন গিয়ে উপকারভোগীসহ জনসাধারণের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সার্ভে করেন।

১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান এইড’র প্রতিনিধি মাহবুব সুমন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিবুল ইসলাম, জান্নাত, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, এডভোকেসি নেটওয়ার্ক কমিটি ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া প্রমূখ।