বানিয়াচঙ্গে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭এপ্রিল) ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র প্রাঙ্গণে নিরাপদ মাতৃত্ব, প্রসবোত্তর পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য বান্ধব আদর্শ পরিবার গঠনের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৫টি ইউনিয়নের ২৫টি পরিবার এ সম্মেলনে অংশগ্রহণ করে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদি’র সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রশাসনিক ইউনিটের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোহাম্মদ নুর, হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কুতুব উদ্দিনের প্রতিনিধি নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দে, বানিয়াচং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার নাজমুন নাহার জলি, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাংবাদিক জীবন আহমেদ লিটন, শেখ নুরুল ইসলাম প্রমূখ।
সম্মেলনে আগত পরিবার সমূহের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান ছাড়াও পরিবারের শিশুসহ সকল বয়সীদের নিয়ে গেম শো ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।