বানিয়াচঙ্গে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুইজনের লাশ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 5 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুইজনের লাশ উদ্ধার

Link Copied!

শিশির, বানিয়াচং : বানিয়াচং ভয়াবহ নৌকা ডুবির ঘটনার নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

 

ছবি: নিখোঁজ হওয়া দুইজনের লাশ উদ্ধার

 

জানা জায় গতকাল মঙ্গলবার (০৪ আগষ্ট) আজমিরীগঞ্জ এর শিবপাশা গ্রাম থেকে দাওয়াত খাওয়ার জন্য ছোট একটি ডিংগি নিয়ে ১২ জন যাত্রী নিয়ে রহমত যাওয়ার জন্য রওনা হয়েছিল। কিন্তু যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং এবং ১’জনের লাশ উদ্ধার করা হয়। এবং দুইজন নিখোজ হয় অর্থ্যাৎ তাদের মধ্য রাত পর্যন্ত খোজা খোজি করলেও পাওয়া জায়নি।

পরে (০৫ আগষ্ট) বুধবার ভোরে তাদের দুজনের লাশ বেশে উটে এবং তাদের উদ্ধার করা হয়। নিহতরা হলেন দুলেনা আক্তার (৩৭) নিহতের ভাই আলী নূর (৩৬) এবং আলী নূরের শিশুপুত্র খোকন মিয়া (৫)। জানাযায় তারা তিনজন একই পরিবারের সদস্য ছিলেন।