বানিয়াচংয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 10 December 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত 

Link Copied!

ছবি : বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২০ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

তাপস হোম :  ‘কমলা রঙ্গের বিশ্বে নারী,বাঁধার পথ দেবই পাড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে এবং ব্র্যাক ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমুহের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২০ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ইউএনও মাসুদ রানা, পিআইও মলয় দাশ,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, ওয়ারিশ উদ্দীন খান,হাবিবুর রহমান,এরশাদ আলী,দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন প্রমূখ।
এছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াপর সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সমিতির নারী নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মাসুদ রানা’র সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২০  উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী নারী নির্যাতন প্রতিরোধে সমতা ভিত্তিক বানিয়াচং উপজেলা গঠনে নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেনী পেশার  মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠান শেষে ৫ জন সংগ্রামী সফল নারীর মাঝে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা পুরষ্কার তুলে দেওয়া হয়।।