শিশির, বানিয়াচং : বানিয়াচঙ্গের ননএমপিও ভুক্ত স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের মাঝে চেক বিতরণ করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১.৩০ ঘটিকায় বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে পরিষদের হলরুমে এই চেক বিতরণ করা হয়।
কারন প্রানঘাতী করোনা ভাইরাস এর কারনে অসহায় হয়ে পড়েছেন অনেক শ্রমজীবী মানুষ সহ ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। তাই ননএমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চেক বিতরণ করেন সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।
এসময় সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান, বলেন এই করোনা ভাইরাস এর কারনে অসহায় হয়ে পড়েছেন অনেকে, কিন্তু প্রতিনিয়তই আমরা তাদের পাশে দাড়িয়েছি। এবং সব সময় পাশে আছি ইনশাআল্লাহ। তাছাড়া বন্যার ক্ষতিগ্রস্তদের পাশেও আমরা সবসময় দাড়িয়েছি।
তিনি আরও বলেন এই মহামারি একদিন থাকবে বা। অন্ধকার ছেড়ে আলো আসবেই ইনশাআল্লাহ। কিন্তু এর জন্য আমাদের দরকার সচেতনতা। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার সহ আরও অনেক নেতৃবৃন্দ।