বানিয়াচঙ্গে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন সাংসদ আব্দুল মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 26 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন সাংসদ আব্দুল মজিদ খান

অনলাইন এডিটর
August 26, 2020 4:38 am
Link Copied!

ছবি: বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাংসদ আলহাজ্ব এড.আব্দুল মজিদ খান।

 

শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ১৫’নং পৈলারকান্দি ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বানিয়াচং উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি হবিগঞ্জ-২ আসনের নির্বাচিত সাংসদ আলহাজ্ব এড.আব্দুল মজিদ খান।

বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথি আব্দুল মজিদ খান এমপি বলেন, “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে আমাদের জননেত্রী মাননীয় শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে প্রকল্প গ্রহন করেছেন। আপনারা জানেন যে, বর্তমানে প্রায় ৯৫% মানুষের ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো দেখার স্বপ্ন দেখতেন। কিন্তু দূর্ভাগ্যের বিষয় তিনি তা দেখে যেতে পারেন নি। সেজন্য শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন আমাদের নেত্রী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামালীগের যুগ্ম-সাধারন সম্পাদক তজম্মুল হক, ১৫ নং ই/পি চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান ও স্থানীয় এলাকাবাসী।