হৃদয় খান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ডিজিটাল বাংলাদেশ ২০২০ উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকার দিকে উপজেলা পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর উপস্থিতিতে উক্ত প্রস্ততিমূলক সভার সূচনা হয়।
উক্ত সভায় উপজেলা পরিষদের উন্নতি, উপজেলার জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন, ডিজিটাল বানিয়াচং উপজেলা গঠন ইত্যাদি বিষয়াবলী সম্পর্কে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন সহ উপজেলায় কর্মরত কর্মকর্তা এবং স্হানীয় জনসাধারণ।