তাপস হোম, বানিয়াচং : গতকাল শুক্রবার বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেনের নেতৃত্বে বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকার ১ ডাকাতি মামলার আসামিসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃত ডাকাতি মামলার পলাতক আসামি জাহির মিয়া (৩২)বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের সায়েদ মিয়ার পুত্র। গ্রেফতারকৃত অন্য আসামিরা হলও, বানিয়াচং উপজেলার কালাইনজুরা গ্রামের লুৎফর হকের পুত্র শামছুল হক (৪৫), আলমপুর গ্রামের মোতাব্বির মিয়ার পুত্র রানা মিয়া (২৩), বাঘজুর গ্রামের রইছ উল্লাহর পুত্র তৈয়ব আলী (৫৫), দুর্গাপুর গ্রামের দুদু মিয়ার পুত্র মাসুম মিয়া (৩৬) ও পৈলারকান্দি গ্রামের আঃ বারিকের পুত্র মুহিত মিয়া (৩৮)।
আসামি গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন। বানিয়াচং- আজমিরীগঞ্জ সার্কেলের এএসপি শেখ মোঃ সেলিম দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, অপরাধী যেই হোক ছাড় পাবেনা,দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।