বানিয়াচঙ্গে ট্রলি চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত সন্ধীপ চৌধুরী (৬) কাগাপাশা ইউনিয়নের হলিমপুর গ্রামের সাগর চৌধুরীর পুত্র।
বুধবার (৮ নভেম্বর) উপজেলা সদরের দত্তপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত সন্ধীপ মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্লে গ্রুপের ছাত্র ছিল।
তার পরিবার দত্তপাড়া গ্রামে বসবাস করে। তার দাদী সাধনা রাণী চৌধুরী কাগাপাশা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী।
বুধভার সন্ধীপ স্কুল থেকে বাসায় ফেরার পথে ট্রলি চাপায় নিহত হয়। সে দুর্ঘটনায় অকালে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ বানিয়াচঙ্গের সর্বমহলে বিষাদের ছায়া নেমে আসে।