তাপস হোম।।” মুজিব বর্ষের সফলতা,ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে বানিয়াচঙ্গে জাতীয় সমাজ সেবা দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা,র্যালী ও চেক বিতরণ করা হয়েছে।
রবিবার(২ জানুয়ারি) সকালে বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পদ্মাসন সিংহে’র সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রধানের সঞ্চালনায় এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।

ছবি : বানিয়াচংয়ে সমাজ সেবা দিবসে চেক বিতরণ করা হয়েছে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,স্হানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন বলেন,সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে এসব আর্থিক সহযোগিতা উপকার ভোগীরা ঘরে বসেই পাচ্ছেন।
আলোচনা সভা শেষে ক্যান্সার আক্রান্ত সাতজনের মাঝে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করেন প্রধান অতিথি।
