বানিয়াচঙ্গে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 9 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত

Link Copied!

শেখ সজীব হাসান, বানিয়াচং : বানিয়াচংয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২০ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ছবি: উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

 

রবিবার (৯ আগস্ট) বিকাল ৩ ঘটিকায়, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন।

এ সময় উক্ত কার্যক্রম যথাযথ ভাবে পালন করতে কয়েকটি কমিটিও গঠন করা হয়।

উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমাদের বিভিন্ন কার্যক্রম ছিলো। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের কারনে আমরা সীমিতভাবে কার্যক্রম পরিচালনা করবো। আমাদের অন্যান্য প্রতিযোগীতা মূলক কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ইউটিউব চ্যানেল খুলে দেওয়া হবে।এতে করে সবাই বাসায় থেকে অনলাইনে প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে।

তাছাড়া সবাই যেনো নির্দিষ্ট দূরত্ব (৩-ফুট) বজায় রেখে পুষ্পস্তবক অর্পন করেন এবং মাস্ক বাধ্যতামূলক ব্যবহার সে ব্যপারে নির্দেশনা দেন। জাতীয় শোক দিবসের সকল কার্যক্রম যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য সবার সহযোগিতা কামনা করেন।

উক্ত সভায় আরও উপস্থতিত ছিলেন, উপজেলা আওয়ামালীগ সভাপতি আমীর হোসেন, সাধারন-সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোশাহেদ আলী, সাধারন-সম্পাদক এস এম খলিল, এছাড়াও বানিয়াচং উপজেলা প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।