হৃদয় খান, বানিয়াচং : বানিয়াচঙ্গে ইতিহাসের শেষ্ঠ নায়ক স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলের দিকে বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রনালয় কর্তৃক বানিয়াচং উপজেলার ১৫ টি ইউনিয়নে ১০০০ চারা বিতরণ করা হয়। মুজিব শতবর্ষ এর শ্লোগান দুটি করে গান লাগান এই উদ্দেশ্য কে সামনে রেখে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আজ উপজেলার প্রতিটি ইউনিয়নে মোট বিভিন্ন রকমের ১০০০ গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা উপস্থিত ছিলেন বানিয়াচং ৪নং ইউনিয়নের চেয়ারম্যান বানিয়াচং উপজেলা যুবলীগ সভাপতি রেখাছ মিয়া সহ দলীয় সকল নেতৃবৃন্দ।