হৃদয় খান, বানিয়াচং : বানিয়াচংয়ে জমে উঠেছে মনসা পূজার আয়োজন। প্রতি বছরের ন্যায় এবছরও মনসা পূজা আয়োজন করার পরিকল্পনা চলছে।
দীর্ঘ এক বছর পর আবারও ফিরে এসেছে হিন্দুদের এই মনসা পূজা। সোমবার (১৭ আগস্ট) এই মনসা পূজা অনুষ্ঠিত হবে।
রবিবার (১৬ই আগস্ট) বানিয়াচং সেনপাড়ায় অনেক মনসা মূর্তি দেখা যায়। উক্ত মূর্তি তৈরিকৃত ভাস্কর শিল্পী অনয় আচার্য্য কে মূর্তি বিক্রির প্রসঙ্গে বললে তিনি আমার হবিগঞ্জ কে জানান আমি প্রতিবছরের ন্যায় অনেক মনসা মূর্তি তৈরি করেছি। এবছর আমার অনেকগুলি মূর্তি বিক্রি হয়েছে। অন্যান্য বছরের চাইতে আমি এবছর ব্যবসায় সফল হয়েছি। হিন্দুদের বারো মাসে তের পার্বন । যথাযথ সম্মানসহিত পালন হয় সকল আয়োজন।
আসুন আমরা সবাই যথাযথ সম্মান জানাই এই মনসা পূজাকে। স্বার্থক করে তুলি পূজার প্রতিটি মুহূর্ত এবং আয়োজন।