তারেক হাবিব, প্রধান প্রতিবেদক॥ বানিয়াচং উপজেলার কুমড়ীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ ১০ আহত হয়েছে। ২৯ মার্চ রবিবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের লাল মিয়ার পুত্র মুক্তার মিয়া ও তার প্রতিবেশী আলীম মাহমুদের পুত্র আব্দুর রহমানের সাথে দীর্ঘ দিন ধরে জমি-জামা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে আব্দুর রহমান (৫৫), রেহান (২৫), হবিগঞ্জ সরকারী মহিলা কলেজ ছাত্রী ডলি আক্তার (১৭) , ইসমত আরা (৪৫), নাছিমা (৩৫), রুবেল মিয়া (১৬), মুক্তার মিয়া (২৫), কমলা বেগম (৩০) আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়।
এ ব্যাপারে পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান জানান, বিষয়টি সাবেক মেম্বার আব্দুর রহমান আমাকে জানিয়েছেন। আমি তাদেরকে আগে চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছি। সবাই সুস্থ হলে সামাজিক ভাবে সমাধানের চেষ্টা করা হবে।