বানিয়াচঙ্গে ছাত্রলীগ নেতা আঃ রউফ হত্যাকাণ্ডের আসামি প্রকাশ্যে; হুমকিতে পরিবার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 8 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে ছাত্রলীগ নেতা আঃ রউফ হত্যাকাণ্ডের আসামি প্রকাশ্যে; হুমকিতে পরিবার

Link Copied!

তাপস হোম, বানিয়াচং : বানিয়াচঙ্গের কাগাপাশা ইউনিয়নের বহুল আলোচিত ছাত্রলীগ নেতা আঃ রউফ হত্যা মামলার দুই জন আসামি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মোট ৪ জন আসামির মধ্যে তৈয়ব আলী ও রফিকুল ইসলাম রবিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হয় কিন্তু বাকি ২ জন আসামি শুকুর আলি ও সাহাজ উদ্দিন এখনো পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্নভাবে পরিবারকে হুমকি দিচ্ছে।

 

ছবি: ঈদুল আযহা উপলক্ষে নৌকা ভ্রমনে হলুদ মার্ক দেয়া আসামি ও ডান পাশে ছবি নিহত ছাত্রলীগ নেতা আব্দুর রউফ।

 

হত্যা মামলার বাদী ছাত্রলীগ নেতা আঃ রউফের মা জরিনা খাতুন জানান, আসামি এখনো ২ জন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিরা দুর্ধর্ষ প্রকৃতির। আমরা পরিবার ভয়ের মাঝে আছি। বিভিন্ন ভাবে আমরা হুমকির মুখোমুখি হচ্ছি। আমি চাই দ্রুত আমার পুত্রের হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হোক।

কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলির কাছে আসামির প্রকাশ্যে ঘুরাফেরার বিষয়টি জানতে চাইলে তিনি আসামির প্রকাশ্যে উপস্থিতির বিষয়টির সত্যতা স্বীকার করেন।

উল্ল্যেখ্য, আসামির নৌকাভ্রমনের ছবিটি সাম্প্রতিক ঈদ আনন্দ ভ্রমণের।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন ‘দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, আসামির প্রকাশ্যে উপস্থিতির বিষয়টি আমাদের অজানা। ৪ জন আসামির মধ্যে ২ জনকে দ্রুত আমরা গ্রেফতার করেছি বাকি ২ জনকে দ্রুত গ্রেফতারের জন্য আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি।