বানিয়াচঙ্গে গণপরিবহনে চরম ভোগান্তি ; হয়রানি বন্ধে কঠোর নির্দেশ দিলেন সাংসদ মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 14 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে গণপরিবহনে চরম ভোগান্তি ; হয়রানি বন্ধে কঠোর নির্দেশ দিলেন সাংসদ মজিদ খান

অনলাইন এডিটর
August 14, 2020 2:16 am
Link Copied!

ছবি: বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা।

 

তাপস হোম, বানিয়াচং : বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশা ও গনপরিবহনের ভোগান্তি লাগবে কঠোর নির্দেশ প্রদান করেন এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

সভায় বানিয়াচং টু হবিগঞ্জ এবং বানিয়াচং টু নবীগঞ্জ রোডে অতিরিক্ত ভাড়া আদায়,স্বাস্থ্যবিধি লঙ্ঘন,শহীদ মিনার এলাকাকে বেআইনিভাবে সিএনজি ষ্ট্যান্ড হিসেবে ব্যবহার, অদক্ষ ও লাইসেন্স বিহীন ড্রাইভার, সর্বোপরি যাত্রী হয়রানির বিস্তর অভিযোগ আনেন আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

এরই পরিপ্রেক্ষিতে যাত্রী হয়রানি অতিদ্রুত বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

সভায় আরো উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার,উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,সহকারী কমিশনার ভুমি ইফফাত আরা জামান উর্মি, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন, ইউএইচও আবুল হাদি মোঃ শাহপরান,আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ আলী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দফতরের প্রধানগন, বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ ও আওয়ামীলীগ, অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমূখ।