শিশির, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলায় এই প্রথমবারের মত গরুর স্থায়ী হাট স্থাপন করা হয়েছে। বিগত বছরগুলোতে বানিয়াচঙ্গে ঈদ উপলক্ষ্যে কোরবানির গরুর জন্য অস্থায়ীভাবে গরুর হাট বসলেও স্থায়ী কোন গরুর হাট ছিল না।
সাপ্তাহিক গরু ক্রয় বিক্রয়ের জন্য বানিয়াচঙ্গে মানুষজন পাশ্ববর্তী আজমিরীগঞ্জ, নবীগঞ্জ অথবা হবিগঞ্জের গরুর হাটে গরু ক্রয় বিক্রয় করতে যেতেন। সরকারীভাবে মৌসুমী গরুর হাটের জন্য নির্ধারিত ৫/৬নং গরুর বাজারটি নীচু স্থানে হওয়ার কারনে বর্ষাকালে ডুবে যেত যে কারনে রাস্তার উপরে হাট বসতো। এ সমস্যা থেকে ক্রেতা বিক্রেতাকে পরিত্রান দিতে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী উদ্যোগ গ্রহন করেন।
উপজেলা পরিষদের উদ্যোগে গরুর বাজারের নীচু মাঠ চলতি বছর ভরাট করা হয়েছে। মাঠি ভরাট করতে স্থানীয়ভাবে কতিপয় প্রভাবশালী ব্যাক্তিবর্গ বাধা প্রদান করলেও শেষ পর্যন্ত মাটি ভরাটের কাজ শেষ করা হয়েছে। গত ২৭,জুন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিঠির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান গরুর বাজারের মাটি ভরাট কাজের উদ্ভোধন করেছেন।
এ ব্যাপারে বানিয়াচং গরুর পাইকার সমিতির কোষাধক্ষ্য আল আমিন জানান, আমরা আশা করছি খুব শিঘ্রই স্থায়ীভাবে সাপ্তাহিক গরুর হাট বসবে।
এ ব্যাপারে বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা ও খামার মালিক মোশারফ হোসেন জানান, আমাদের বানিয়াচংয়ে সাপ্তাহিক স্থায়ী গরুর হাট থাকা খুবই প্রয়োজন। অথচ বিভিন্ন সমস্যার কারনে সাপ্তাহিক স্থায়ী হাট বসানো যাচ্ছিল না।এখন আর কোন সমস্যা নাই আশা করছি সবাই মিলে গরুর হাট জমজমাট করতে পারবো।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকে বানিয়াচংয়ের প্রত্যাশিত সাপ্তাহিক স্থায়ী হাট বসানোর দাবী ছিল। কিন্তু বিভিন্ন সমস্যার কারনে সাপ্তাহিক স্থায়ী হাট বসানো যাচ্ছিল না। আমার চেষ্টায় ও শ্রমে কাজটি হয়েছে।আশা করি বানিয়াচংবাসীর আর সমস্যা থাকার কথা না।।