বানিয়াচঙ্গে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের মেম্বার, মোবাইল ফোনে আবহাওয়া সংক্রান্ত অ্যাপ ব্যবহারকারী, কৃষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিবৃন্দ।
সেমিনারে কিভাবে এক সপ্তাহের আবহাওয়ার তথ্য অনলাইনে অগ্রীম জানা যাবে সে সম্পর্কে ধারণা দেয়াসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।