বানিয়াচঙ্গে কীটনাশক পানে ২ সন্তানের জনকের আত্মহত্যা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 April 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে কীটনাশক পানে ২ সন্তানের জনকের আত্মহত্যা

Link Copied!

তারেক হাবিব, প্রধান প্রতিবেদক ॥ বানিয়াচঙ্গের কুর্শি খাগাউরা গ্রামে ইফরাজ মিয়া (৪০) নামে ২ সন্তানের জনক এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছে। ১২ এপ্রিল বরিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র।


জানা যায়, বরিবার দুপুরে পরিবারের সকলের অগোচরে ঘরে রাখা কীটনাশক পান করে ছটফট করতে থাকে। বিষয়টি তার পরিবারের লোকজন আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আবাসিক মেডিকেল অফিসার মইনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। পরে হবিগঞ্জ সদর থানার এসআই উৎসব কর্মকার লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।