বানিয়াচঙ্গে কারিতাস’র নগদ অর্থ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে কারিতাস’র নগদ অর্থ বিতরণ

Link Copied!

 



 

বানিয়াচং প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ সিলেট অঞ্চলের উদ্যোগে হবিগঞ্জের বানিয়াচঙ্গে (COVID-19) জরুরী সাড়াদান কর্মসূচি- ২০২০ এর আওতায় খাদ্য ও হাইজিন কিট ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালের দিকে উপজেলার ১৪ নং মুরাদপুর ও ১৫ নং
পৈলারকান্দি ইউনিয়নের ৪শ’ পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।

 

এসময় প্রতিটি পরিবারকে ২২৫০ টাকা করে দেয়া হয়। কারিতাস’র এই নগদ অর্থ বিতরণ অনুষ্টানে ১৪নং মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান চৌধুরী ও এলাকার স্থানীয় আওয়ামী পরিবারের নেতৃবৃন্দসহ আরও অনেকে।