বানিয়াচঙ্গে কামাল হত্যা মামলার আসামীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানব-বন্ধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 5 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে কামাল হত্যা মামলার আসামীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানব-বন্ধন

Link Copied!

শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজারের পাশে উমরপুর হাসপাতাল নামক স্থানে বানিয়াচং উপজেলার বরইউরি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হলদারপুর গ্রামের বাসিন্দা কামাল মিয়াকে (৩৫) কুপিয়ে হত্যার প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

ছবি: বানিয়াচঙ্গে কামাল হত্যা মামলার আসামীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানব-বন্ধন

 

আজ বুধবার (০৫ আগস্ট) সকাল ১১টার হলদারপুর গ্রামবাসী ও সর্বস্তরের জনগণ প্রায় ১ ঘন্টা মানববন্ধন ও সমাবেশ করেছেন।সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিস্টারি সৈয়দ সায়েদুল হক সুমন সহ আরও অনেকে।

এ সময় সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, কামাল হত্যা মামলার সকল আসামীদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি। তাছাড়াও এই হত্যা মামলার আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তিনি নিহত কামাল মিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়াও উক্ত মানব বন্ধনে আরও বক্তব্য রাখেন, হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সজীব আলী ও ডা. শেখ আবদুল মুকিত। বক্তারা কামাল মিয়ার প্রকৃত খুনিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।