বানিয়াচঙ্গে কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 21 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি!

Link Copied!

 

জসিম উদ্দিন, বানিয়াচং : মাত্র এক সপ্তাহের ব্যবধানে বানিয়াচঙ্গের কাঁচামরিচের দাম বেড়েছে ৮০ টাকা থেকে ১০০ টাকা। কয়েকদিন আগেও এই কাঁচামরিচের দাম ছিল ১০০ টাকা থেকে ১২০ টাকা। কিন্তু এখন কিনতে হচ্ছে প্রতিকেজি ২০০ টাকা দরে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বানিয়াচংয়ের বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজার এবং আদর্শ বাজারের কাচাবাজার ঘুরে এ তথ্যই জানা গেছে। শুধু কাঁচামরিচ নয়, বেড়েছে অন্যান্য সবজির দামও।

হঠাৎ কাঁচা মরিচের দাম বাড়ার কারণ সম্পর্কে বড়বাজারের ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, এই কয়দিন দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে মরিচের অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। এ কারণে দাম বেড়েছে। বৃষ্টি থামলে দুই-একদিনের মধ্যে দাম কমে যেতে পারে।

একই কথা বলেন কাঁচামাল ব্যবসায়ী মওদুদ মিয়া। তিনি বলেন, বৃষ্টির কারনে মরিচের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। পাইকারি দরে প্রতিকেজি মরিচের দাম পড়ছে ১৭০-১৮০ টাকা। কমপক্ষে ২০০ টাকার নিচে বিক্রি করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

বাজারগুলো ঘুরে দেখা গেছে প্রতিকেজি সবজিতে দাম বেড়েছে ৫ টাকা থেকে ১০ টাকা। গত সপ্তাহেও প্রতিকেজি আলুর দাম ছিল ২৫ টাকা। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা দরে। টমেটো বিক্রি হচ্ছে ১০০- ১২০ টাকা, পটল ৪০ টাকা, চিচিঙ্গা ৪০-৪৫ টাকা, কাঁকরোল ৪০ টাকা, মুখী ৪০-৪৫ টাকা, মাঝারি সাইজের জালি কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা দরে।

এদিকে পেঁয়াজ ও রসুনের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিকেজি এলসি পেঁয়াজের দাম খুচরা বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। দেশি পেঁয়াজের দামও স্থিতিশীল রয়েছে। প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা দরে।

এদিকে বাজারে ব্রয়ালার মুরগীর দাম কমলেও বেড়েছে কক মুরগী ও লেয়ার মুরগীর দাম। প্রতিকেজি কক ও লেয়ার মুরগীর দাম পরছে ২৮০ টাকা থেকে ৩০০ টাকা। ব্রয়লার মুরগীর দাম কমেছে প্রতিকেজিতে ২০-২৫ টাকা। বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগীর দাম পড়ছে ১২০-১২৫ টাকা যা গত সপ্তাহে ছিল ১৪০-১৪৫ টাকা।