বানিয়াচং প্রতিনিধি :: করোনায় আক্রান্ত ছাত্রলীগ নেতার বাড়িতে ভিটামিন সি-সমৃদ্ধ ফলমুল নিয়ে যান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
সোমবার দুপুরে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুড়া গ্রামে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা জে.আর অসীমের বাড়িতে যান তিনি।
এসময় উপজেলা চেয়ারম্যান কাশেম চৌধুরী বলেন, জেআর অসীম নিজেই একজন করোনা যুদ্ধা। সে নিজেই জীবনের ঝুঁকি নিয়ে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে অনেক মানুষের নমুনা সংগ্রহ করেছে। আজ সে নিজেই আক্রান্ত। তাই তাকে দেখতে এসেছি এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি উপহার দিয়েছি। এবং অামি তার দ্রুত সুস্থতা কামনা করছি।