বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচঙ্গের দেশ মুখ্যপাড়ার কমলাবিবি হত্যাকান্ড সরেজমিনে তদন্ত করে দ্রুত মামলা গ্রহণ করার জন্য নির্দেশ দেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ।
উল্লেখ্য গত (২২ জুলাই) বানিয়াচঙ্গের উপজেলা সদরে নৌকাবাধাকে কেন্দ্র করে দেশমুখ্য পাড়ার কমলাবিবি (৫৫) প্রতিবেশি কদ্দুস, উজ্জ্বল, লুকু, ইমন, লাভলী সহ ১০/১৫ জনের হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেন।
পরে ২৪’শে জুলাই নিহতের পুত্র এনায়েত মিয়া ১৪ জন গং আসামী করে বানিয়াচং থানায় লিখিত হত্যা মামলা দায়ের করতে গেলে ময়নাতদন্তের রিপোর্ট না আসায় পুলিশ মামলা গ্রহন করেনি।
মামলা না নেওয়ার পরিপ্রেক্ষিতে ২৬’শে জুলাই পাড়াগাওয়ের এলাকাবাসী মিছিল সহকারে বানিয়াচং আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও মাসুদ রানা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
যা ফলাও করে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। যা দৃষ্টিগোচর হয় পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর। ফলে আজ ২ আগষ্ট রোজ রবিবার দুপুর ১২ ঘটিকায় পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ সরেজমিনে তদন্তে নামেন।
এসময় পাড়াগাও মহল্লার মুরব্বি আরাফাত উল্লাহ পুলিশ সুপার’কে বলেন, গত ২২ জুলাই নৌকা বাধাকে কেন্দ্র করে কদ্দুস, লুকু, উজ্জ্বল, ইমন, লাভলী সহ ১০/১৫ জন বৃদ্ধা কমলা বিবির চুলের মুঠি টেনে মাটিতে ফেলে উপর্যুপরি কিল ঘুষি মারতে থাকে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কমলা বিবিকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে আসামী কদ্দুসের বোন জামাতা তাহের মিয়া বলেন,আসামীগন উশৃংখল প্রকৃতির। এসময় পুলিশ সুপার উপস্থিতির খবর শুনে শতাধিক মানুষ ঝড়ো হয়।আসামীগনের বিরুদ্ধে এলাকাবাসী বিস্তারিত অভিযোগ আনেন।
সব শুনে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন কে অনতিবিলম্বে মামলা গ্রহন করার জন্য নির্দেশ প্রদান করেন।