হৃদয় হাসান শিশির,বানিয়াচং : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাতীয় কন্যাদিবস উপলক্ষে মহিলাদের আয়বর্ধক তিন মাসব্যাপী সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষণ কর্মশালা শেষে তাঁদের মাঝে চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে ।
বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) দুপুর ২ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,র সভাপতিত্বে উপজেলা পরিষদের মিলনায়তনে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে জনপ্রতি ১২ হাজার করে মোট৬ লাখ টাকার চেক ও সনদ বিতরণ করা হয়।

ছবি : বানিয়াচঙ্গে কন্যা দিবস উপলক্ষে মহিলাদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিল ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ ২আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মজিদ খান দেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে ধন্যবাদ জানান দেশে নারীদের জন্য এমন একটা প্রশিক্ষণ বিদ্যমান করার জন্য। যার ফলে নারীরা উদ্যোক্তা হয়ে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম জানান,”শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা”এই শ্লোগান কে কেন্দ্র করেই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজ করে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য নারীদের কে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা যাতে করে যেনো নারীরা পিছিয়ে না থাকতে পারে। যেনো এই নারী উদ্যোক্তারা কর্মসংস্থান বৃদ্বি করে দেশকে উন্নতির দিকে নিতে পারে সেদিকেই বিশেষভাবে নজর দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার , ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন প্রমুখ।