শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে এক জুয়াড়িকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) রাতে বানিয়াচং থানা’র অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র নির্দেশে মাদক ও জুয়া অভিযান পরিচালনা করেন বানিয়াচং থানাধীন খাগাউড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) লিটন চন্দ্র ধোষ এবং এএসআই (নিঃ) সামছুদ্দিন সঙ্গীয় ফোর্স।
এসময় জুয়া খেলার অপরাধে ১’জনকে আটক করেন। আটককৃত ব্যক্তি হলো মকসুদ আলী, পিতা- কদ্দুছ আলী, সাং- খাগাউড়া (এড়ালিয়া), থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জক।
আটককৃত ব্যক্তিকে সাথে সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা ভ্রাম্যমাণ আদালতে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩’ধারা লঙ্ঘন করায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।