শেখ সজীব হাসান, বানিয়াচং : বানিয়াচং উপজেলায় ডাকাতি মামলার দুই আসামি আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিমের দিক-নির্দেশনায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন ও বানিয়াচং থানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একাধিক ডাকাতি মামলার আসামি হৃদয় মিয়া (২০), পিতা- মোঃ নজরুল ইসলাম মহসিন, সাং- সাগর দিঘীর পশ্চিমপাড় এবং মাহবুবুর রহমান কুটি মিয়া (৩৫), পিতা- মৃত আলতাব হোসেন, সাং- উজিরপুর, ০৮ নং খাগাউড়া ইউ/পি, দুই জনকে এসআই (নিঃ) শিমুল রায়, এসআই(নিঃ) মোঃ আব্দুস ছত্তার, এএসআই (নিঃ) সামছুদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করেন।
এসময় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন, অপরাধীদের জন্য অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বানিয়াচংকে অপরাধ মুক্ত করা হবে। এতে সর্ব-সাধারনের সহযোগীতা প্রয়োজন।