বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলায় একাডেমিক ৪,তলা ভবন নির্মাণ কাজের শুভ উদ্ভোদন করেন এড, আব্দুল মজিদ খান এমপি।
সোমবার (৬ জুলাই) সকালে বানিয়াচং উপজেলার ১২,নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামে ৩,কোটি টাকা ব্যায়ে নবজাতিয়া সুন্নিয়া দাখিল মাদ্রারাসার ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন এমপি আব্দুল মজিদ খান।
উদ্বোধন কালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে উদ্বুদ্ধ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। আছেন খাদ্য সংকটে, সেই কারণে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন। আমি এলাকায় ঘুরে ঘুরে কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। কিন্তু করোনার কারণে উন্নয়ন কর্মকান্ড কিছুটা বাঁধাগ্রন্থ হয়েছে। আশা করি কিছু দিনের মধ্যেই আমরা এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবো। আপনারা ধৈর্য্য ধরে স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে চলুন। এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আজীবন যেন জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি এই দোয়াই চাই সবার কাছে। আমি আশা করব সরকারের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন সেটি অব্যাহত থাকলে আমরা এই মহামারী দুর্যোগ মোকাবেলায় জয়ী হবো ইনশাআল্লাহ।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, ইউনিয়ন চেয়ারম্যান আবুল কদ্দুছ শামীম সহ দলীয় নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।