বানিয়াচঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 17 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

অনলাইন এডিটর
August 17, 2020 2:51 pm
Link Copied!

ছবি: কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন চেয়ারম্যান-আবুল কাশেম চৌধুরী।

 

সজীব, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় প্রতিটি ক্লিনিকে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বানিয়াচং উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কমিউনিটি ক্লিনিকের জন্য ১টি টেবিল, ৪টি চেয়ার, ১টি রাউন্ড চেয়ার ও অন্যান্য জিনিসপত্র বিতরণ করা হয়।

উক্ত সামগ্রী বিতরণের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান-আবুল কাশেম চৌধুরী বলেন, একজন ব্যক্তি অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসার মান উন্নয়নের জন্য কাজ করছি। আজ সামান্য কিছু প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। ধীরে ধীরে আমরা চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করব।

উক্ত সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল হাদি শাহ পরান,যুবলীগ নেতা আজমল হোসেন সহ কমিউনিটি ক্লিনিকের সকল কর্মকর্তাবৃন্দ।