বানিয়াচঙ্গে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অনলাইন এডিটর
August 13, 2020 6:02 pm
Link Copied!

ছবি: উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা।

 

শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১ টায়,বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে এই মাসিক সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সাংসদ আব্দুল মজিদ খান।

উক্ত সভায় হবিগঞ্জ-২ আসনের সাংসদ আব্দুল মজিদ খান বলেন, দিন দিন বানিয়াচং উপজেলায় বেশি অপরাধ সংঘটিত হচ্ছে যা হতাশাজনক। বিশেষ করে মাদক ও জুয়ার উৎপাৎ বৃদ্ধি পাচ্ছে। যা সমাজ সহ পুরো দেশের জন্য ক্ষতিকর। মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান এবং উপজেলা আইন-শৃঙ্খলার তৎপরতা বৃদ্ধি ও কোন অপরাধী যেনো যে কোন ধরনের অপরাধ করে পার না পায় সেই নির্দেশনা দেওয়া হয়।

তাছাড়া, শহীদ মিনার প্রাঙ্গন থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে নেওয়া এবং টমটম, ইজিবাইক চালকদের দ্রুত লাইসেন্সের আওতায় নিয়ে আসার সিদ্বান্ত গ্রহণ করা হয় এবং উপজেলা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সসর্বাত্মক সহযোগীতা কামনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামালীগের সভাপতি আমীর হোসেন মাষ্টার, উপজেলা পরিষদ চেয়ারম্যান-আবুল কাশেম চৌধুরী, ভাইস-চেয়ারম্যান ফারুক আমীন, এক্সিটিউব অফিসার ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল হাদী শাহ পরান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ আলী সহ বানিয়াচং উপজেলার প্রতিটি ইউ/পি চেয়ারম্যান, উপজেলা কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।